বাগেরহাটের মোল্লাহট খলিলুর রহমান ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই কলেজের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ এল জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন, খায়রুল আলম দুঃখু সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী।