ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সহমত পোষণ করে সারা দেশের ন্যায় নাটোরের সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসটার্মিনাল এলাকায় পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট, সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান সাধু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদল নেতা মেহেদী হাসান লিমন প্রমূখ।