বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, হাসিনা সরকার দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, আরাফাত রহমান কোকো সহ দেশের হাজার হাজার মানুষ হত্যা করছে, দেশের মাটিতেই আওয়ামী লীগের বিচার হবে, ইতোমধ্যে বিচার শুরু হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের নামে সকল মামলা মিথ্যা প্রমানিত হয়েছে। আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবেনা, বর্তমান সরকারেক বিএনপি সময় দিবে দশের স্বর্থে। তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা ও দেশে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে এদের প্রতিহত করতে হবে, বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। শহীদ জিয়া হত্যার পিছনে হাসিনা ও এরশাদের হাত রয়েছে, পিলখানাসহ সকল হত্যাার বিচার করা হবে। এম এ মালিক বলেন, কোনকোন গোষ্ঠী আতাঁত করে ক্ষমতায় যেতে চাচ্ছে। তিনি আশাবাদ করেন অতি দ্রুতই তারেক রহমান দেশে ফিরে আসবে। ৃহস্পতিবার (২৪অক্টোব) গাবতলী থানা বিএনপি ও সকল অঙ্গ দলের আয়োজনে স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথি সাবেক এমপি মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, সাবেক ছাত্র নেতা এম আর ইসলাম স্বাধীন, বিএনপিনেতা তাহা উদ্দীন নাইন, আনোয়ার হোসেন শুভ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, শাহাদাৎ হোসেন খান সাগর, সাবেক কাউন্সিলর বিএনপিনেতা হারুনর রশিদ হারুন, থানা মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনি, যুবদলনতা মজনু, রুহুল হাসান রুহিন, মহিলা নেত্রী নাজমা, সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।