হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে দুই সন্তানের জননী রাজিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে যশোরের মণিরামপুর উপজেলার বেগারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বজনদের দাবি স্বামী ও শ্বশুর-শাশুড়ী মিলে রাজিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। পুলিশ বলছে ময়না তদন্তের প্রতিবেদন আসলে সত্য বেরিয়ে আসবে। জানাযায়, বছর পাঁচেক আগে উপজেলার পদ্মনাথপুর গ্রামের জামেদ আলী মোড়লের একমাত্র সন্তান রাজিয়া খাতুনের সাথে একই উপজেলার বজলুর রহমানের ছেলে রহুল আমিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের আয়শা খাতুন নামের চার বছরের কন্যা ও হামিম হোসেন নামের দেড় বছরের পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর মা পারভীনা বেগম একমাত্র সন্তানের মৃত্যুতে জ্ঞান হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছিলেন। জ্ঞান ফিরে এলেই বিলাপ করে বলছিলেন, ওরা আমার মাইয়েরে মাইরে ফেইলেছে। উগের শাস্তি য্যানো হয়। আমার মাইয়েডা খাটো বইলে উরা (মেয়ের শ্বশুর বজলুর রহমান ও শাশুড়ী নাসিমা বেগম) দেখতি পারেনা। উরাই থ্যাইয়ে আমার সোনারে মাইরে ফেইলেছে। তারপরও কষ্ট-মষ্ট করে বিয়ের পরতে মাইয়ের (মেয়ে) সুখীর জন্যি কি না করিছি। জামাইরি তিন তিন বার ভ্যান কিনে দিছি। এক বছর ধরে আমাগের বাড়ি নইছে, দুই দিন আগে ওরা (শ্বশুর বাড়ির লোকজন) কইয়ে বুলে নিয়ে গেছে। উড়ে গোস্ত-ভাত ও তরকারি নান্দে দিছি। গৃহবধূর চাচাতো ভাই মোস্তফা কামাল জানান, গত বুধবার রাত ১টার দিকে তারা খবর পান হাসপাতালে তার বোন মারা গেছে। তারও অভিযোগ বোনকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ির লোকজন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়। থানার ওসি এবিএম মেহেদি মাসুদ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই মৃত্যুর রহস্য উন্মোচিত হবে।