চট্টগ্রামের হাটহাজারীতে সারা দেশের মত জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে টিকাদানকর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। উদ্বোধন অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আকতার বিল্লাহ ও চিকিৎসকগন উপস্থিত ছিলেন। চলতি মাসের প্রথম দিক থেকে ৫ম শ্রেণী থেকে ৯ শ্রেণীর শিক্ষার্থীদের টিকা দানের জন্য রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। এই উপজেলায় টিকাদানের ২২ হাজার ৮শ ২৮ জন শিক্ষার্থীকে টার্গেট করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে।হাটহাজারী উপজেলায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দানের টার্গেট করা হয়েছে ২২ হাজার ৮শ ২৮ জন। তৎমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার ২ শ ৪১জন ও কমিউনিটি পর্যায়ে ৫শ ৮৭ জন।