ঘূর্নিঝড় ডানার প্রভাবে সকাল থেকেই পটুয়াখালী সহ উপকূল জুড়ে থেমে থেমে প্রচন্ড বাতাসসহ বৃষ্টি হচ্ছে। কখনো বাতাস ও বৃষ্টি থেমে যায় আবার কখন প্রচন্ড আকারে শুরু হয়। তবে কুয়াকাটায় আগত পর্যটকরা ইতোমধ্যে নিরাপদে আছেন এমনটাই জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের এসপি একে আজাদ। আবহাওয়ার বুলেটিনের তথ্য মতে,পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় “দানা” আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৮.১ক্ক উত্তর অক্ষাংশ এবং ৮৮.২ক্ক পূর্ব দ্রাঘিমাংশ) প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ রাত ০৩ টায় (২৩ অক্টোবর ২০২৪) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬০৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫১০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাঁচ্ছে। পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিনিয়ত স্থানীয় প্রতিনিধিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে প্রশাসন। শুকনো খাবার,জরুরী ঔষধও রেডি করা হয়েছে। প্রস্তুত করা আছে ১৫৫ আশ্রয়কেন্দ্র ও ২০ মুজিবকিল্লা এমনটাই জানিয়েছেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এ- পিবিও আবদুল জব্বার শরীফ জানান, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।