আওয়ামী সরকারের আমলে গুম, খুন, জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম- আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা সমর্থিত নেতা-কর্মীর অংশগ্রহণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রেল স্টেশন থেকে শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল হামিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আবদুস ছাত্তার, গফরগাঁও পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক প্রমুখ। বক্তারা গণহত্যায় জড়িত, স্বৈরাচার, ফ্যাসিষ্ট খুনী হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।