রাজশাহীর বাগমারায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় (ইউজিডিপি) উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন। এটি বাস্তবায়ন করেন উপজেলা পরিষদ। বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটিটর মফিজুল ইসলাম মুন্না, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবদুস সোবহান, বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও প্রতিনিধিগণ। জাপান ও বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮৪ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।