কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের বটতলায় নতুন আঙ্গিকে তানিয়া হোটেল এ- রেস্টুরেন্ট বুধবার সকালে দোয়া মুনাজাতের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে। তানিয়া হোটেল এ- রেস্টুরেন্ট স্বত্বাধিকারী আবদুল মমিনের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবারের পীর মাওলানা আবদুজ জাহির ছিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খান, তিলিপ দরবারের পীর মাওলানা মঈন উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ব্যবসায়ী আনোয়ার হোসেন, নাঙ্গলকোট সরকারি কলেজ প্রভাষক অহিদুর রহমান, গ্রন্থাগারীক জিয়াউল হক জিয়া, ব্যবসায়ী তসলিম আহমেদ ও বাজার ব্যবসায়ী বৃন্দ।