চাটমোহরের বিশিষ্ট নাট্যকার,অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। গত ১৭ অক্টোবর সাংস্কৃতিক মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে সরকার ২৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করেন। তিন বছর মেয়াদী এ পরিষদ। রাজশাহী বিভাগের মনোনীত সদস্য চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা মরহুম কেরামত আলী মাস্টারের ছেলে চাটমেহরের নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আসাদুজ্জামান দুলাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি পদাধিকার বলে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উপদেষ্টা,সদস্য সচিব শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং সহ সভাপতি সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সচিব। কমিটির অন্য পরিচালক হলেন,আজাদ আবুল কালাম (ঢাকা), জয়দেব রোয়াজা (চট্টগ্রাম),শিপন (খুলনা),দেবাশীষ চক্রবর্তী (বরিশাল),শামসুল বাসিত (সিলেট),ইফতেখারুল আলম (রংপুর),কমল কান্তি (ময়মনসিংহ)। এ ছাড়া সদস্য মনেনীত হয়েছেন সাংবাদিক ও লেখক আলতাফ পারভেজ,ঢাবির সহযোগি অধ্যাপক সামিনা লুৎফা,ছায়ানটের শিক্ষক লায়েকা বশির প্রমুখ। আসাদুজ্জামান দুলাল চাটমোহরে মুক্তনাটক,পথনাটক আর মঞ্চ নাটকের রুপকার। নাট্যকার হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র। সুদক্ষ অভিনেতা হিসেবেও মঞ্চে স্বাক্ষর রেখে চলেছেন। শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনেনীত হওয়ায় চাটমেহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ও সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।