পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রামে প্রভাবশালী ব্যক্তিরা সেনগ্রাম দড়িপাড়ার হাবিবুর রহমানের জমি জবর দখল করে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মৃত শুকুর আলীর ছেলে হাবিবুর রহমান চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে,সেনগ্রামের আঃ আউয়াল-আমিন উদ্দিন গং উত্তর সেনগ্রাম মৌজার হাবিবুর রহমানের ৬৩ শতাংশ জমি গত ২২ অক্টোবর জবরদখল করে নিয়েছে। এ সময় হাবিবুর রহমান ও তার ভাই রওশন বাধা দিতে গেলে তাদেরকে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। নিরুপায় হয়ে হাবিবুর রহমান থানায় অভিযোগ করেছেন। হাবিবুর রহমান জানান,পৈত্রিক সূত্রে প্রাপ্ত এই জমি প্রায় ১৭ বছর ধরে ভোগদখল করে আসছি। কিন্তু আঃ আউয়াল গং এখন এই জমি সিজেদের দাবি করে জবরদখল করেছে। এ বিষয়ে আঃ আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে।