চলনবিলের অস্তিত্ব সংকট,পুনরুদ্ধার ও সংরক্ষণে করনীয় বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির আয়োজন চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়। বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সংবাদিক কে এম বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বড়াল রক্ষা কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান। বক্তব্য দেন,বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক তন্ময় স্যানাল,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জু,সাজেদুর রহমান মাস্টার,সজল বিশ^াস প্রমখ। বক্তরা চলনবিলের অস্তিত্ব সংকট বিষয়ে আলোচনা করে বিলকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সভায় শিক্ষক,সাংবাদিক,সুধিজন উপস্থিত ছিলেন।