অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী কনের বয়স ১৫ বছর হলেও প্রতারণার মাধ্যমে কনের প্রকৃত বয়স গোপন রেখে পাঁচ বছর বয়স বাড়িয়ে নাবালিকা মেয়ের বিয়ের কাবিন রেজিষ্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কমলাপুর গ্রামের মৃত সাহেব আলী বেপারীর ছেলে সাইদুল বেপারী অভিযোগ করে বলেন, গত চার বছর পূর্বে আমার ছোট ভাই সিরাজুল ইসলামের সাথে পার্শ্ববর্তী বাঘমারা গ্রামের নাসির ঢালীর মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের সময় কনের প্রকৃত জন্ম সাল ২০০৫ হলেও আমাদের না জানিয়ে কনের বয়স ২০০০ সাল দেখিয়ে কাবিন রেজিষ্ট্রি করা হয়। বিয়ের কিছুদিন পর নাবালিকা মেয়ে স্বামীর সাথে সংসার করতে না চাওয়ায় দুই পরিবারের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। একপর্যায়ে আমার ভাই সিরাজুলকে তার শশুর বাড়ির লোকজন মারধর করেন। পরবর্তীতে সিরাজুল তার স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যায় এবং আমি আমার পরিবার নিয়ে ঢাকায় বসবাস শুরু করি। সাইদুল বেপারী আরও বলেন, বাড়িতে আমার বৃদ্ধ বাবা একা বসবাস করতেন। এই সুযোগে আমার বৃদ্ধ বাবাকে জিম্মি করে আমার ছোট ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী সুমাইয়া তার নামে ১৯.২৬ শতক জমি সাব কবলা দলিল করে নিয়েছে। এ ঘটনায় আমার বাবা গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। একইসাথে দলিল বাতিলের জন্য বরিশাল সহকারী জজ (গৌরনদী) আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে ক্ষমতার দাপট দেখিয়ে আমার বাবার ওপর চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহার করতে বাধ্য করে। তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের ভয়ে এতোদিন তারা কেউ মুখ না খুলতে পারেননি। তাই গত সোমবার (২১ অক্টোবর) নিকাহ রেজিষ্টার ও ১৪ অক্টোবর আমার ভাইয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী সুমাইয়াকে প্রাথমিকভাবে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিকাহ রেজিষ্টার জালাল উদ্দিন বলেন, দুই পক্ষ যে কাগজ দিয়েছেস সেই অনুযায়ী কাবিন রেজিষ্ট্রি করা হয়েছে। সকল অভিযোগ অস্বীকার করে সুমাইয়ার মা ইসমতারা বেগম বলেন, আমার মেয়েকে পূর্ন বয়সে বিয়ে দেওয়া হয়েছে। মেয়ে জামাতা সিরাজুল আমার মেয়েকে এক তরফাভাবে তালাক দিয়েছে। সুমাইয়ার শশুর তার নামে স্বেচ্ছায় সাবকবলা দলিল দিয়ে গেছেন। দলিলের স্বাক্ষীও মেয়ে জামাতা সিরাজুলের আত্মীয়-স্বজন। তিনি আরও বলেন, মেয়েকে একতরফা ভাবে তালাক দেওয়ায় মেয়ে জামাতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।