ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত'র উদ্যোগে দলিত শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার দলিত শিক্ষাকেন্দ্রের শিক্ষকদের পাঠদান কৌশল এবং বর্তমান শিক্ষা পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চুকনগরস্থ দলিত হাসপাতাল মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা দলিত-এর শিক্ষা কর্মকর্তা মিসেস ধরা দেবী দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খড়িবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ রবিদাস মন্ডল ও ঘোষড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ জিন্নাত হোসেন। এছাড়াও ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও অঞ্জনা দাস, দলিত-এর প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাস, বিপ্লব দাস ও চিন্তা দাস।প্রশিক্ষণ শেষে ১৮ জন শিক্ষক প্রশিক্ষানার্থীদের মাঝে ব্যাগ প্রদান করা হয়।