পটুয়াখালীর বাউফলে অনুর্ধ ১৪ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীদের মাঝে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। আজ বেলা ১১ টায় বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে এ টিকা দান কর্মসূচি উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা। বেলা সারে ১১ টায় নাজিরপুর ইব্রাহীম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসায় টিকাদান কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মোঃ মাসুম বিল্লাহ, কহিনুর বেগম, ইসরাত জাহান লিপি। আজ একযোগে বাউফলের সাতটি ইউনিয়ন কাছিপাড়া, কনকদিয়া, মদনপুরা, বাউফল, দাশপাড়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর ও বাউফল পৌরসভায় টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১০- ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ ম থেকে নবম শ্রীনীতে অধ্যায়নরত ছাত্রীদের এ কর্মসূচীর আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ( ইপিআই) এ কর্মসূচি বাস্তবায়ন করেন।