মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু'র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিয়াজ মাখদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবু আব্দুল্লাহ বায়েজিদ, সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান পান্না, বাবুল আকতার, প্রেসক্লাবের সহসভাপতি জি এম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল রায়, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন জাকির, উৎপল বিশ্বাস, আব্বাস উদ্দিন ও সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। মতবিনিময় সভায় মণিরামপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বন্যায় প্লাবিত এলাকার দূর অবস্থা, পৌর শহরের যানজট নিরসন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-র বিষয় উত্থাপিত হয়। প্রেসক্লাবে সকল সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও পরিচিতি পর্বের পূর্বে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।