বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থিত’ মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে আনুমানিক ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরিশাল কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। জানা গেছে, বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে লুটপাট ও ভাঙচুরের সহ একাধিক মামলা চলমান রয়েছে তাহার বিরুদ্ধে। বিস্ফোরক ও নাশকতায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে লুটপাট ও ভাঙচুরের অভিযোগে কোতোয়ালি থানায় করা বিস্ফোরক ও নাশকতায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।