নোয়াখালীর সেনবাগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়েছে। সকালে সেনবাগ উপজেলার মৎস্য অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ ভবনের সামনে ওই পোনামাছ বিতরণ করা হয়।এউপলক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্ব ও মৎস্য কর্মকর্তা সাব্বির হোসেনের সঞ্চালনায় পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে-প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন ,সেনবাগ সরকরি কলেজের সাবেক এজিএস খোরশেদ আলম ফুটন চৌধুরী প্রমুখ। এ সময় সেনবাগের ১নং ইউনিয়ন থেকে ৪নং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়। পর্যায় ক্রমে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে পোনামাছ বিতরণ করা হবে।