রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক নেতা নুরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করার বিচার ও সকল আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহী জেলা সড়ক পরিবহণ মটর শ্রমিক ইউনিয়ন এবং মৃত নুরুলের পরিবারের সদস্য,এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছেন। এতে বক্তব্য রাখেন, বিএনপির পুঠিয়া-দুর্গাপুর আসন হতে পর পর দুইবার জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,সাবেক উপজেলা চেয়ারম্যান আনোরুল ইসলাম জুম্মা,পুঠিয়ার সাবেক পৌর মেয়র আসাদুজ্জামান আসাদ,আরেক সাবেক পৌর মেয়র আল মামুন খান,রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মো বাবুল মিয়া,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল আলম লাল্টু,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন। বক্তারা সবাই শ্রমিক নেতা নুরুল ইসলামকে আ.লীগ সরকারের সময় পটল মাসুদ ফারুক মিঠু মতিন নুরুল আমিন ৬জন চিহ্নিত সন্ত্রাসী হত্যা করেছে। এই চিহ্নিত সন্ত্রাসীদের বিচার এবং সকল আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শ্রমিক নেতার নুরুলের মেয়ে নিগার সুলতানা কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তখন বিচারের দাবিদে আমি এবং আমার পরিবার সকলে দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু আ.লীগের সন্ত্রাসীদের চাপের কারণে আমরা সঠিক বিচার এখনো পায়নি।