ভোলার দৌলতখানের খায়ের হাটে বসত বাড়ির জমি দখলের চেষ্টায় ব্যর্থহয়ে আটকে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়ার সংবাদ পাওয়া গেছে। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগরের খায়ের হাটে। সরজমিন ওই এলাকায় গিয়ে জানা যায়, গত ৯ অক্টোবর ভোরে ওই এলাকার ৪ নং ওয়ার্ডের জাফর মেম্বারের নেতৃত্বে কালাম ডাক্তার, নাজিম উদ্দীন হাওলাদার, আরও কয়েকজন মিলে মো. নজরুল ইসলাম বাবুল ডাক্তারের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জোর পূর্বক বসত বাড়ির জমি দখল করবে বলে জানায়। বাবুল ডাক্তার সাংবাদিকদের জানান, পশ্চিম জয়নগর মৌজার বসত বাড়ির দখলে থাকা ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলমান ছিল। ওই বিরোধীয় জমি জবর দখলের জন্য জাফর মেম্বার পায়তারা করে আসছে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ তাদের সাথে একাধিক বার সালিশ বৈঠকের চেষ্টা করে। জাফর (মাতবর) মেম্বার সালিশের তোয়াক্কা না করে জোর করে জমি দখলের চেষ্টা করে। বিরোধীয় বসত বাড়ির ওই ১৪ শতাংশ জমি সরকারের খাস জমি। উনিশশত নব্বই সাল থেকে বাবুল ডাক্তারের বাবা ডাঃ আবদুর রউফ ভূমি অফিসের মাধ্যমে তার নামে ওই জমি ডিসিআর করে নেয়। বাবার মৃত্যুর পর থেকে নজরুল ইসলাম বাবুল ডাক্তার তার নামে ভূমি অফিস থেকে প্রতি বছর ডিসিআরের মাধ্যমে জমি ভোগদখল করে আসছে। এ ব্যাপারে বাবুল ডাক্তার ১২ অক্টোবর দৌলতখান থানায় একটি জিডি করেন। থানায় জিডি করায় জাফর মেম্বার গত ১৫ অক্টোবর এশার নামাজের পর রাতে তারমালিকানাধীন ছ'মিলের সামনে দিয়ে বাবুল ডাক্তার বাজারের ভিতর যাওয়ার সময় তাকে গুম করার উদ্দেশ্যে ছমিলের একটি কক্ষে আটকে রাখে। এ সময় ভয় ভীতি প্রদর্শন করে জোর পূর্বক তার থেকে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। বাবুল ডাক্তারের আটকের খবর এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন নাজিম খান, খোকন খান, আলম মুন্সি, রিয়াজ, জুয়েল ও রাজ্জাক হাওলাদার সহ এলাকার লোকজন গিয়ে নজরুল ইসলাম বাবুল ডাক্তারকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় বর্তমানে বাবুল ডাক্তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভোগছে। জাফর মেম্বার কে ফোন করে বাবুল ডাক্তার কে আটকে রেখে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনাটি স্বীকার করে বলেন সে তার হাতেই স্ট্যাম্পে লিখে স্বাক্ষর করেন।