কুমিল্লার হোমনায় খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা ২০২৪ অনুসারে নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে আগামী মার্চ-এপ্রিল ২০২৫খ্রি. এর খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রমের খাদ্যশস্য বিতরণ করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সকল ইউনিয়নে দুই জন করে ডিলার নিয়োগ এবং পৌরসভা এলাকার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের জন্য ছয় জন (ওমএসএস) ডিলার নিয়োগ করার বিষয়ে অবহিত করা হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমে¥দ, পরিসংখ্যান কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম প্রমুখ।