প্রথম টেস্টে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হেরেছে ভারত। রোহিত শর্মাদের পরের টেস্ট পুণেতে। সেখানে কিউইদের হারিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ভারত। দুই দলের কাছেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। ভারত চাইবে সিরিজ ১-১ করতে, আর নিউজিল্যান্ড চাইবে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ জয় করতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, প্রথমদিন আংশিক রোদ এবং মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। খেলার দিন আকাশ ৫৮ শতাংশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে সেটা কমে হবে ৪৩ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর বাকি দিনগুলোতেও আবহাওয়া একই রকম থাকবে বলে আবহাওয়া দফতর থেকে বলা হচ্ছে। বেঙ্গালুরু টেস্টে হারের পর ভারতীয় দলে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। এক বিবৃতি দিয়ে সুন্দরের স্কোয়াডে যুক্ত হবার খবর নিশ্চিত করে বিসিসিআই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি থাকা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দলে নেয়া হয়েছে ওয়াশিংটনকে। দলকে আরো শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। তবে এরজন্য বাদ দেয়া হয়নি কাউকে। অতিরিক্ত খেলোয়াড় হিসাবেই দলে নেয়া হয়েছে তাকে। বাকি দুই টেস্টে ওয়াশিংটন দলে থাকলেও একাদশে জায়গা পাবেন কিনা তা অনিশ্চিত। তবে তাকে দলে যুক্ত করার ফলে স্পিনার বেড়েছে দলের, ব্যাটিং অর্ডার ও হয়েছে শক্তিশালী।