শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র নকলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। সভার শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-কে নকলা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভচ্ছা জানানো হয়।পরে আনুষ্ঠানিকভাবে পরিচয় পর্ব শেষে মতবিনিময় সভা শুরু করা হয়। nএ সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, শফিউল আলম লাভলু ও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।
ইউএনও দীপ জন মিত্র উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ শক্তি। এই মহান পেশাকে বিতকৃত কারো প্ররোচনায় প্রকৃত সাংবাদিকগন কোন ক্রমেই কলঙ্কিত করতে পারেন না। দেশ ও জাতির উন্নয়নে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকা- সমূহ জাতির সামনে তুলে ধরতে প্রতিটি সাংবাদিকের নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতার ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশ করার প্রতি আহবান জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে অনিচ্ছাকৃত অসংঙ্গতি সমূহ ধরিয়ে দিতে এবং সকল জাতীয় দিবসের খবর সমূহ প্রচার-প্রকাশ করার জন্য উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান ইউএনও দীপ জন মিত্র। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে একটি জাতির চিন্তাধারা পরিবর্তন হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশের প্রতি অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়। বিশেষ করে সঠিক তথ্য না জেনে এবং কোন প্রকার যাচাই বাচাই ছাড়াই হুটহাট করে সংবাদপত্রে খবর প্রকাশ বা ফেইসবুকে পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। তা-না হলে বিশাল একটি এলাকা যেমন কলঙ্কিত হওয়ার সম্ভাবনা থেকে যায়; তদ্রুপ মারাত্মক বা অপূরনীয় ক্ষতির সম্মূখিন হতে পারেন কোন ব্যক্তি বা মহল। দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যেকোন উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমেই দেশের সুনাম ও সার্বিক চিত্র দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে বলে তিনি মনে করেন।