চট্টগ্রামের হাটহাজারীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখাতে সূলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে হাটহাজারী পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। জানা গেছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ বিক্রয় কার্যক্রম বা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিক্রয় কার্যক্রমটির উদ্বোধনের সসয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রতিদিন বিকেল তিনটা থেকে এ কর্মসূচি চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।