নওগাঁর মহাদেবপুরে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের মাছের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক মেহেদী হাসান সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমন্বয়ক মো: আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল নাঈম, শিক্ষার্থী মারুফ হোসেন, নাহিদ হোসেন প্রমুখ। বক্তারা ৭২ এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখা, এই সপ্তাহের মধ্যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, মহামান্য রাষ্ট্রপতিকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করা, অভ্যুত্থানের স্পিরিট ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মানে এই সপ্তাহের মধ্যে নতুন করে প্রোকলেমেশন অব রিপাবলিক জারি করা, সেটি ও সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা ও ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানান।