রাজশাহীর মোহনপুর উপজেলায় ভুটভুটির ধাক্কায় মাহফুজ সরকার বিদ্যুৎ (৪৮) নামের এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। তিনি মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুস সামাদ সরকারের ছেলে। পেশায় তিনি সাবরেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন। স্থানীয় সূত্রে জানা, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় মাহফুজ সরকার বিদ্যুৎ মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের একদিলতলা হাটে রাস্তায় ওপর দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই অবৈধ ভুটভুটির ধাক্কায় মাহফুজ সরকার বিদ্যুৎ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তােেক মৃত্যু বলে ঘোষণা করেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাহফুজ সরকার বিদ্যুত এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, মোহনপুর সাবরেজিস্টার অফিস, দলিল লেখক সমিতি নেতাকর্মীরা।