ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে কয়রায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপণ্ডসহকারী কৃষি কর্মকর্তা আল মাহফুজের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মৎস্য অফিসার সমির বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, সাংবাদিক গোলাম রব্বানী, উপ সহকারি কৃষি অফিসার অনুতব সরকার, গুরুদাস মন্ডল, মাহমুদুল হাসান প্রমুখ।