দেড় লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলার গৌরনদী পৌর বিএনপির আহবায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার টরকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গ্রেপ্তারকৃতরা হলেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফ। ওসি আরও জানান, টরকী বন্দরের ব্যবসায়ী এসএম জামিল হাসান মিঠু সিকদার মঙ্গলবার দিবাগত রাতে থানায় চাঁদা দাবিতে মারধরের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের অনুসারী। আদালত প্রাঙ্গনে বসে গ্রেপ্তারকৃত পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ চাঁদা দাবি ও মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সাংবাদিকদের জানান, দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করিয়েছেন।