ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যুবলীগ নেতাকে অমানুষিক নির্যাতন ও এক যুবলীগ কর্মীকে প্রকাশ্যে মারধর করে আহত করা হয়েছে। অপরদিকে আহত যুবলীগ নেতাকে পুলিশ অপর একটি মামলায় গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে সোর্পদ করেছে। ছাত্রদল নেতাদের বিরুদ্ধে পৃথক এ হামলার অভিযোগ করেছেন আহত যুবলীগ নেতারা। হামলায় আহত হওয়ার পর পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডায়মন্ড জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চন্দ্রহার বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার বিকেলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিষয়টি স্থানীয় বাজারের ব্যবসায়ীরা থানা পুলিশকে অবহিত করার পর তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। একই সময় অপর একটি মামলায় তাকে (ডায়মন্ড) পুলিশ গ্রেপ্তার করেছে। একইদিন সন্ধ্যায় মাহিলাড়া বাজারে গোপাল শীল নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গোপাল শীল জানান, কোন কারণ ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে প্রকাশ্যে মারধর করে আহত করেছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় এখনও থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।