মামলার স্বাক্ষী হওয়ায় বোমা ফাটিয়ে মোমরেজ আলী নামে এক দলিল লেখককে বেদম মারপিট করার হয়েছে। রোববার রাতে মণিরামপুর উপজেলার খানপুর সাতনল বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার মোমরেজ আলী উপজেলার দলিল লেখক সমিতির দলিল লেখক। এ ঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার মোমরেজ আলীর অভিযোগ, উপজেলার শেখপাড়া খানপুর এলাকার ১০০ সদস্য বিশিষ্ট গভীর নলকূূপ স্থাপন নিয়ে দীর্ঘদিন জাহিদুলের সঙ্গে বিরোধ চলে আসছে। চলতি বছরে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়। ওই মামলার স্বাক্ষী হন মোমরেজ আলী। এ নিয়ে আসামিরা মামলা প্রত্যাহার করতে মোমরেজ আলী ও বাদী হাবিবুরকে হুমকি-ধামকি দিয়ে আসছিল। রোববার (২০ অক্টোবর) সন্ত্রাসীরা রাত ৮টার দিকে সাতনল বাজারের আবদুল গণি বিশ্বাসের দোকানের সামনে মোমরেজকে একা পেয়ে তাকে লক্ষ করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি লক্ষঘ্রষ্ঠ হয়ে পাকা রাস্তার উপর বিস্ফোরিত হয়। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা মোমরেজকে লোহার রড়, জিআই পাইপ দিয়ে মারপিট ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার পুত্র মেহেদী হাসান ইমন দাবী করেন এলাকার জাহিদ, মাহমুদুল, রোস্তম ও আলী রেজা রাজুর নেতৃত্বে তার পিতাকে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে থানার এসআই অমিত বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।