নীলফামারী সদর উপজেলার রামগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সাংসদ আসাদুজ্জামান নুরকে প্রধান আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১ হাজার ৫শ জনকে আসামি করা হয়েছে। ২২ অক্টোবর নীলফামারী আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন রামগঞ্জ সহিংসতার ঘটনায় নিহত লক্ষ্মীচাপ আকাশকুঁড়ি গ্রামের সিদ্দিক আলীর ছেলে লিটন রহমান। আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে নথিভুক্ত করার জন্য সদর থানাকে নির্দেশ দেন। এর আগে, ১৫ সেপ্টেম্বর রামগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় আসাদুজ্জামান নুরকে প্রধান আসামি করে নিহত গোলাম রব্বানীর স্ত্রী শাহনাহাজ বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার। বাদীর আইনজীবী মামুনুর রশিদ পাটোয়ারী জানান, ‘২০১৩ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লক্ষ্মীচাপের কাছারি বাজারে আগুন লাগিয়ে দিয়ে লুটপাট চালায়। দু’দিন পর ১৪ ডিসেম্বর উল্লিখিত আসামিরা আবারো ওই বাজারে গিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে সরকারবিরোধীদের হুমকি প্রদান করেন। বাজার থেকে ফেরার পথে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানে হয়। তিনি বলেন, রামগঞ্জ বাজারে অবস্থানকারী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা ভিন্ন দলের নেতাকর্মীদের মারধর শুরু করেন। এ সময় বাদী লিটন রহমানের বাবা সিদ্দিক আলী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে বাঁচাতে ছুটে আসলে আসাদুজ্জামান নুর দ্রুত তার গাড়ি দিয়ে সিদ্দিক আলীকে চাপা দেন। ঘটনাস্থলেই সিদ্দিক আলী ইন্তেকাল করেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, এর আগে আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি হত্যা মামলা রয়েছে।