রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্ণলবহালের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে উপজেলা চত্বরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বদলি স্থগিত করে ৬ মাসের জন্য পূর্ণবহালের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউর রহমান শফির উপস্থানায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহম্মেদ সালাম, উপজেলা মহিলা দলে সভাপতি সেলিনা আখতার শাপলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম হোসেন, সদস্য সচিব পলাশ উদ্দীন প্রমুখ। এ মানববন্ধনে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়েছে। তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এখানে সাড়ে ১০ মাস দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলে জানা গেছে।