দেশে নারীরা যত ধরনের ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার। প্রতি বছর লাখে ১১ জন নারী এ ক্যান্সারে আক্রান্ত হন। আর বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ৯ শ ৭১জন নারী। সেই লক্ষ্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল ২৪ অক্টোবর শুরু হওয়া এ টিকাদান কার্যক্রম চলবে ৭ নভেম্বর পর্যন্ত। নোয়াখালীতে এবার ২ লাখ ৯ হাজার ৩৯৫ জন স্কুল ছাত্রীদের এইচপিভি টিকা দেওয়া হবে। ইতোমধ্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শেষ করা হয়েছে। আর টিকাদান কর্মসূচির শেষ দিন পর্যন্ত মাইকিং কার্যক্রম চলবে। বুধবার বিকালে প্রেস ব্রিফিং এ নোয়াখালী সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার জানান, এবার এইচপিভি টিকার মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯হাজার ৩৯৫ জন ছাত্রীর। এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীর সংখ্যা ২ লাখ ৯হাজার ৩৯৫ জন। এই টিকাদান কর্মসূচি সফল করতে সরকারি ও বেসরকারি ৮৮৮জন স্বাস্থ্য কর্মী কাজ করবেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর দেশের অন্তত ৯৫ শতাংশ কিশোরীকে এইচপিভি টিকার আওতাভুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের। সে লক্ষ্যে এবার কওমি মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলো থেকে সহায়তা পাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। টিকা নিলে কিশোরীরা সুস্থভাবে বাঁচতে পারবে।