নীলফামারীতে জলবায়ু পরিবর্তন,বৃক্ষরোপণ, চারা বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা ও আইডিয়াল ক্যাডেট একাডেমি। এতে সভাপতিত্ব করেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আবদুল মোমিন। বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দীন, জেলা ক্রীড়া অফিসার মো: আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নূরুল আমিন শাহ্, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, আশার আলো মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, ধ্রুবতার ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আবদুল লতিফ মৃধা, ইউএসএআইডি বিজয়ী প্রকল্পের ওয়াইলো ডেভেলপমেন্ট অফিসার রঞ্জিতা রানী রায়, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়াল ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ পারভেজ খান।