জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারী কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপত্র ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভূক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারী এমপিওভুক্তি কলেজে প্রায় নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে কোনো বেতনভাতা না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। অথচ ডিগ্রি পদের ৩য় পদের শিক্ষকগণ নীতিমালা না থাকলেও এমপিওভুক্ত হতে পারছেন। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এ সময় বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, প্রভাষক আজিজুর রহমান নয়ন, প্রভাষক জাহানারা ভূইয়া, প্রভাষক একে আজাদ নাদিম, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক উসমান গুনী আদনান, প্রভাষক ফাতেমা খাতুন, প্রভাষকপপি আক্তার, প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মাহমুদা খানম, প্রভাষক নাহার সুলতানা, প্রভাষক আজিজুন্নাহারসহ বিভিন্ন কলেজের প্রভাষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন তারা।