নোয়াখালীর হাতিয়া উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে যুগান্তর পত্রিকার সাংবাদিকের বাবা হাজী মোস্তফা মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে বাঁচাতে যেয়ে বৃদ্ধের মেয়ের জামায় নুরুদ্দিন (৩৩) নামের এক লোক, দুর্বৃত্তদের হামলায় মারাত্বক আহত হয়। আহত ব্যক্তিদের হাতিয়া উপজেলা স্বাস্থ কম্লেক্সে ভর্তি করা হয়, তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভুক্তভোগীরা হলেন হাতিয়া রেহানিয়া ৪নং ওয়ার্ডের বুড়িরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রেহানিয়া গ্রামের মৃত হাজী ফয়েয আহম্মেদের ছেলে হাজী মোস্তফা মিয়া ও তার মেয়ের জামাই মোহাম্মাদ নুরুদ্দিন। ভুক্তভোগী হাজী মোস্তফা মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিষ্ঠানের নামে জোরপূর্বক আমার ৭২ শতাংশ জমি দখল, চলাচলের পথ বা দরজা দখল, শতের অধিক গাছ নিধন ও ১৫,০০,০০০ টাকা আত্মসাৎ করা প্রসঙ্গে থানা, জেলা আদালত, নৌবাহিনী, শিক্ষা অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্নজনের কাছে অভিযোগ দেয়ায় ওরা বিভিন্ন সময় হত্যা করার চেষ্টা করেছে।আমি গত মাসখানেক ধরে পালিয়ে বেড়াচ্ছি, এ নিয়ে কয়েক মাস আগে উপজেলা নির্বাসহী অফিসারের এখানে বসা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা সাবেক এমপি মোহাম্মদ আলীর ঘনিষ্ট অনুসারী হওয়ায় তারা বিচার মানেন নি। এক তরফাভাবে আমার জমি তারা দখলে নিয়ে, জাল দলীল সৃজন করে ভবন তৈরি করে ফেলে। তার জেরে আমি হাতিয়া কোর্ট (মামলা সি আর নং-৫৪৭) এবং নোয়াখালী জেলা জজ ২য় আদালত (কেস নং-৬৪) এবং বাংলাদেশ নৌ-বাহিনী (কেস নং- ১৫৫৫) এর নিকট মামলা করি। সেই জের ধরে তারা আমি ও আমার মেয়ের জামাইকে হাতুড়ি-রড দিয়ে প্রচুর মারধর করেছে। এর আগে কয়েক বার পরিকল্পিত হত্যার চেষ্টা করেছে, আমি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছি। হাতিয়া উপজেলা স্বাস্থ কম্লেক্সের ডিউটিরত ডাক্তার বিমান চন্দ্র আচার্য বলেন, হাজী মোস্তফা নামের এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে, হাতের হাড় ভেঙ্গে গেছে, তাকে, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। হাতিয়া থানার ওসি তাওহীদ আনোয়ার বলেন, আমরা প্রাথমিকভাবে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, অভিযুক্তরা পালিয়ে গেছে, ভোক্তভোগীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা মামলা করলে আইনগত ব্যবস্থ গ্রহণ করবো।