দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মোঃ হারুন খানের পুত্র টিটন খান। সে তারই চাচাতো ভাই মোঃ তৈমুর রহমান খানের পুত্র আবদুর রহিম খানের জমি জবর দখলে নিয়ে দোকানপাট ও বহুতল ভবন করেছে। আর এ সকল কিছু সফল করেছে আওয়ামী লীগ আমলে পর্দার আড়ালে থেকে ব্যাংক ডাকাতিসহ নানা অপরাধ জগতের অর্জিত টাকার জোরে এমনটাই জানা গেছে। দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রাম ও আশপাশের সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মোঃ হারুন খানের পুত্র মোঃ টিটন খান একজন আন্তর্জাতিক পর্যায়ের অপরাধ জগতের সদস্য। দেশের বিভিন্ন থানায় বিভিন্ন জায়গার ব্যাংক ডাকাতিসহ নানা ধরণের অপরাধের অর্ধশত মামলা রয়েছে তার বিরুদ্ধে। নড়াইল জেলার বড়দিয়া বাজারে ব্যাংক ডাকাতি, যশোরে ব্যাংক ডাকাতি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক ডাকাতিসহ অনেক মামলার আসামি এই টিটন। জাল টাকা চক্রের অন্যতম একজন সদস্য বলে জানা যায়। এ টিটন নানা অপরাধ জগতের অর্জিত টাকার জোরে পর্দার আড়ালে থাকা আওয়ামী পৃষ্ঠপোষকদের হাত করে শরিকের জায়গা দখলে নিয়ে জবরদখলভাবে রাস্তার পাশে দোকানপাটসহ বহুতল ভবন নির্মাণের অভিযোগ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে বিদেশের মাটিতেও নানা লোমহর্ষক ঘটনা ঘটানোর অভিযোগ করেছে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, পানিগাতী গ্রামের টিটন খান আন্তর্জাতিক প্রভাবশালী অপরাধী চক্রের শক্তিশালী সদস্য। বাংলাদেশের বড় বড় শহরে এ চক্রের সদস্য আছে। এদের কেউ গ্রেপ্তার হলেও বেশী সময় আটকিয়ে রাখতে পারেনা। পর্দার আড়ালে থাকা শক্তিশালী পৃষ্ঠপোষকদের জোরালো তদবিরে তারা কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যায়। এমনকি মোটা অংকের টাকায় তাদের কেসের নথিপত্র গায়েব হয়ে যায়। টিটন খানের চাচাতো ভাই আঃ রহিম খান এ প্রতিবেদককে জানান, তার পানিগাতী মৌজার ১১৪৮ নং খতিয়ানের ২৪৬৫ নং দাগের ৪.৬৬ শতাংশ জমি জোর পূর্বক তার আওয়ামী পৃষ্ঠপোষকদের ক্ষমতাবলে বাড়িঘর নির্মাণ করে দখল করে আসছে। ওই জমির একাংশে আমার দাদা-দাদীর কবর রয়েছে। আমি আমার বিবাদী টিটনকে একাধিকবার নিষেধ করা সত্বেও সে ওই জমির উপর জোরপূর্বক বাড়িঘর নির্মাণ করেছে। আমি ইতোপূর্বে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বিচারের মাধ্যমে মিমাংসা করলেও সালিশী বোর্ডের মিমাংসার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তার কাজ অব্যাহত রেখেছে। এলাকাবাসী টিটনের সকল অপরাধ জগতের কর্মকান্ডের তদন্ত সাপেক্ষে তার সহযোগী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ ও আঃ রহিম খানের বেদখল জমি তার রাহুগ্রস থেকে পূণরুদ্ধার করে রহিমের দখলে দেওয়ার জোর দাবী জানিয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে বলেন, আপনার মাধ্যমে জানার পর তদন্ত করে দেখছি। দিঘলিয়া থানায় প্রাথমিক তদন্তে জানা যায়, কয়েকটি মামলায় সে জামিনে আছে।