রাঙ্গামাটি জেলায় এবার ২৯ হাজার ৪৬৭ জন কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা। তিনি জানান, ইতোমধ্যে প্রায় লক্ষ্যমাত্রার প্রায় ৫০শতাংশ কিশোরী এইচপিভি টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং যাদের রেজি: করতে সমস্যা হবে তারা সরাসরি নির্ধারিত টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহনের সুযোগ পাবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হবে বলে জানান তিনি। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, ডব্লিউ এইচ ও প্রতিনিধি ডা: তানভির হোসেন, ডা: জয়ধন তঞ্চঙ্গ্যা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ। সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা আরো জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি সরকারী ছুটির দিন ব্যতিত আগামী ১৮ কর্মদিবস পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে প্রথম ১০দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরের ৮দিন ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি চলবে। প্রেস কনফারেন্সের শুরুতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতামুলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।