নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কথিত বিএনপি নেতাদের ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সেনাবাহিনীর সহায়তায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা উপজেলা সদরের আত্রাই নদীর দোহালী মৌজা থেকে মেশিনটি জব্দ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এখান থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। স্থানীয়রা বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েও কোন ফল পাননি। অবশেষে তারা সেনা সদস্যদের সহযোগীতা চাইলে একদল সেনা সদস্য ঘটনাস্থলে এসে এর প্রমাণ পান। তাদের সহযোগীতায় সহকারি কমিশনার (ভূমি) মেশিনটি জব্দ করেন। তিনি জানান, তাৎক্ষণিক মেটিনটির ব্যাটারি খুলে নিয়ে আসা হয়েছে এবং বালু উত্তোলনের পাইপ ভেঙ্গে ফেলা হয়। পুরো মেটিনটি থানায় নেয়ার প্রক্রিয়া চলছে। এরআগেও এখানে বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে তিনি অবৈধভাবে তোলা কয়েক লক্ষ টাকার বালু জব্দ করেননি। রিফাত আরা জানান, এখানে আত্রাই নদীর উজান অংশ পুরোটা এবং ভাটি অংশে শুধুমাত্র মহাদেবপুর ও দরিয়াপুর মৌজা থেকে বালু উত্তোলনের জন্য রাণীনগরের সায়েম উদ্দিনের কাছে ইজারা দেয়া হয়েছে। কিন্তু তিনি এই দুই মৌজার বাইরে অন্য মৌজা থেকে বালু উত্তোলন করায় মেশিনটি জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানান, স্বৈরাচারি আমলে এলাকায় বৈধ ও অবৈধভাবে বিভিন্ন স্থানে বালু ও মাটি উত্তোলন করেতেন মাটি খেকো বলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন। তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। বরং তার লোকেরা আবদুল ছালাম, এমদাদুল হক দুলু, আমিনুল ইসলাম খোকন ও ইউসুফ আলী সুমন নামে কমপক্ষে চারজন সাংবাদিকের উপর হামলা করে প্রথম দুজনের হাত ভেঙ্গে দেয়। এ ছাড়া প্রতিপক্ষ কামাল হোসেন ও মাসুদুর রহমান মাসুদসহ আরো অনেকের উপর হামলা চালায়। এসব হামলার কোন প্রতিকার হয়নি। পরিবর্তীত পরিস্থিতিতে এখন তারই দোসররা আবার অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন শুরু করেছে। সায়েম উদ্দিন মহাদেবপুর ও দরিয়াপুর মৌজার বালু উত্তোলনের জন্য ১৬ লক্ষ টাকায় লিজ নিয়ে মহাদেবপুরের হাফিজুল ইসলামের সহায়তায় এলাকায় বালু সিন্ডিকেট গড়ে তোলেন। তিনি মহাদেবপুর আত্রাই নদীর বেইলী ব্রিজের অদূরে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে একাধিক ভেক্যু মেশিন দিয়ে কোটি টাকার লাল মাটি উত্তোলন করেন। মাটি উত্তোলন বৈধ না হলেও প্রশাসন তখন তার বিরুদ্ধে কোনই ব্যবস্থা নেয়নি। এরপর মহাদেবপুর মৌজার নাম করে পাশর্^বর্তী দোহালী মৌজা থেকে বালু উত্তোলন শুরু করে এই চক্র। স্থানীয়রা এ ব্যাপারে বার বার অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। পরিবর্তীত পরিস্থিতির পর এই চক্রের জরিমানা করা হলেও কমপক্ষে ১০ লাখ টাকার বালু জব্দ না করে তাদেরকে বিক্রি করে দেয়ার সুযোগ করে দেয়া হয়। এই চক্রের অবাধে বালু উত্তোলন করা দেখে স্থানীয় বিএনপি নামধারী নেতারাও এই ব্যবসায় নেমে পড়েন। এরা সায়েম-হাফিজুল চক্রের সহযোগীতায় ইজারা বহির্ভূত মৌজা থেকে বালু উত্তোলন শুরু করেন। স্থানীয়রা জানান, মেশিন জব্দ করা দোহালী পয়েন্টটি পরিচালনা করছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন। তার শেয়ার পার্টনার রয়েছেন উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, সাবেক বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু প্রমুখ। বিষয়টি জানতে মহাদেবপুর ও দরিয়াপুর মৌজার ইজারাদার সায়েম উদ্দিনের মোবাইলফোনে বার বার কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু বলেন, তিনি এই চক্রের সাথে কোনক্রমেই জড়িত নন। তবে তিনি উত্তোলন করা বালু রাখার জন্য জমি ভাড়া দিয়েছেন। উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান জানান, তিনিও এই পয়েন্টে বালু উত্তোলনের সাথে জড়িত নন। তার সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আবুল কালাম আজাদ স্বপনও এই পয়েন্টের সাথে সম্পৃক্ত নন বলে জানান। অন্যরা মোবাইলফোন কল রিসিভ করেননি। স্থানীয়রা ইজারা বহির্ভূত এলাকা থেকে উত্তোলন করা বালু জব্দ ও ইজারার শর্ত ভঙ্গ করে বালু ও মাটি উত্তোলন করায় সায়েম উদ্দিনের ইজারা বাতিলের দাবি জানান।