রাজশাহীর বাঘায় অটোভ্যানের ধাক্কায় মাহামুদুল হাসান নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর চরে এই ঘটনা ঘটেছে। মাহামুদুল হাসান পলাশিফতেপুর চরের মিলন সরকারের ছেলে। জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর চরে তার রাস্তা সংলগ্ন বাড়ি। রাস্তা দিয়ে একটি অটোভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় শিশু মাহামুদুল হাসানও রাস্তা পার হতে গিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ বিষয়ে শিশুর চাচা লিটু সরকার বলেন, উভয়ে গরীর মানুষ, এটা একটি অনাকাংক্ষিত ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে অবগত বা অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।