শ্রীমঙ্গলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দু'দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকাল ১০ টায় এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।