চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন পাসপোর্ট কার্যালয়ের কাছে কাভার্ট ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহী যুবকের করুন মৃত্যু হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে কাভার্টভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলের যুবকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী মান্নান মাল বলেন, ওই বাইকটিতে ৩ জন ছিলো। ওই তরুন যুবক প্রচন্ড জোড়ে বাইকটি চালাচ্ছিলো। অপর দিক থেকে আসা কাভার্টভ্যানটিও জোড়ে আসলে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। পরে ঘটনাস্থলেই বাইকের একজনের মৃত্যু হয়। জানা যায়, মৃত ওই বাইক আরোহী যুবক ছিলেন মনির মিয়াজী। তিনি বাবুরহাট বাজারের মুদি দোকানি এবং তরপুরচন্ডী ডগা ছোট মিজি বাড়ীর মৃত বিল্লাল মিজির একমাত্র ছেলে। এ বিষয়ে গভীর শোক ও সমবেদনা জানিয়ে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের বাবুরহাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী চন্দন দে বলেন, কিছুক্ষণ আগেই সড়ক দুর্ঘটনায় মুদী দোকানি মনির মিয়াজী মারা গেছে। তাকে ধাক্কা দেয়া কাভার্টভ্যানটি আটক করে জনতা পুলিশের কাছে দিয়েছে। মনিরের সাথে তার দুই বন্ধু ছিলো যারা হাসপাতালে চিকিৎসা নিতে স্থানীয়রা পাঠিয়েছে।