আশাশুনি উপজেলার দরগাহপুর ক্লাস্টারের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, ইউআরসি সহকারী ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক তাপসী সরকার, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দুর্গা পূজার ছুটির পরবর্তীতে স্কুল খোলার পর পরিস্কার পরিচ্ছন্নতা ও পুরোদমে ক্লাস শুরু, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও সমস্যা কাটিয়ে তুলতে অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে ব্যবস্থা নেয়া, জরায়ু ক্যান্সার টিকা যাতে সবাই নেয় সেব্যাপারে পদক্ষেপ নেওয়া, সকল শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা, প্রাক প্রাথমিক শ্রেণি কক্ষ আকর্ষণীয় করে সজ্জিত করণ, সকল শিশুর উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।