আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনরকরা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রকিব স্কুল পরিদর্শন কালে শিশু, ১ম ও ২য় শ্রেণির ক্লাস পরিচালনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলা, গণিত ও ইয়রেজী বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় তিনি ১ম শ্রেণির শিক্ষার্থীদের দুর্বলতা কমিয়ে আনতে সার্বিক সহায়তা প্রদান, শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ, তৃতীয় প্রান্তিক মূল্যালয়নের জন্য প্রস্তুতি নেওয়া, স্কুলের নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি আস্বস্থ করেন।