“ইন এভ্রি চ্যালেঞ্জ এ- এভ্রি ট্রাম্ফ, উই স্ট্যান্ড ইউনাইটেড” শ্লোগান নিয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশে চিকিৎসা সেবায় অবদান রাখা অত্র কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও “এসওএমসি-ডে”-২০২৪ উদযাপন করা হয়েছে।
গতকাল (২২ অক্টোবর মঙ্গলবার) কলেজের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মদিন উপলক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, স্মৃতিচারণ, আলোচনা সভা, হ্যাং আউট অ্যাট কলেজ ক্যাম্পাস এ- হোস্টেলস ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আয়োজিত দিনব্যপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয় দিবসটি।
৫আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশবরেন্য চিকিৎসক, সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণে ওসমানী মেডিকেল কলেজে অনুষ্ঠিত এটাই সবচাইতে বড় অনুষ্ঠান। এ উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিষ্ঠাবার্ষিকী তথা জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাস, হাসপাতাল চত্বর, শিক্ষার্থী হোস্টেল ও ইন্টার্ণ হোস্টেল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
সূচনালগ্নে দিনব্যপী কর্মসূচীর উদ্বোধন করেন এবং র্যালীতে অংশগ্রহণ করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।