নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত শিবলী নোমান শুভ নামের এক চিকিৎসক কে মারধর ও হুমকি দেয়ার অপরাধে রোগীর দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আবদুল জলিল নামের এক রোগীর ছাড়পত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ওই চিকিৎসক মারধর ও হুমকি দেন রোগীর স্বজনরা। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিএনপি নেতা আবদুল জলিল এর ছোট ভাই দুলাল হোসেন এবং মেয়ে মালা খাতুন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, সরকারি কাজে বাঁধা প্রদান ও কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুইজন গ্রেপ্তার রয়েছে।