বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর শহীদ জিয়া স্মৃতি সংঘের পূর্নাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২১আক্টোবর) সন্ধায় পরিচিতি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংঘের নবাগত সভাপতি মো: জেন্নাত আলী শেখ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো: শহিদুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম. সহিদুল হক টিপু, শহীদ জিয়া স্মৃতি সংঘের সহ-সভাপতি মো: সাইদুর রহমান সেলিম খান, সাধারন সম্পাদক শেখ কেরামত আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদ খান, মো: তানজির মুন্সী, প্রিন্স হালদার, ক্লাবের সদস্যবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ। শহীদ জিয়া স্মৃতি সংঘের সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মো: বাদশা মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক একরামুল হক মুন্সী বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ “জিয়া স্মৃতি সংঘের” আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি সদস্যকে নৈতিক আদর্শ ধারন করতে হবে। উল্লেখ্য, ১২১সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।