ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সমিতির (মাধ্যমিক) ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষে সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান। এতে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহাক আলী, তালিনা টি আই সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রায়হান উদ্দীন।
সভা শেষে সর্ব সম্মতি ক্রমে তালিনা টি আই সি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে সভাপতি, শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।