দিনাজপুরের পার্বতীপুরে খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার হাইস্কুল এ- কলেজ মাঠে বছিরবানিয়া হাট যুব সমাজের আয়োজনে খুশি ব্রিকস টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও সাবেকপৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল হক।
চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একরামুল হক, সাগঠনিক সম্পাদক আমিনুল হক ও খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম বাহার প্রমুখ। খুশি ব্রিকস টুর্নামেন্টের খেলায় জেলার ৮ দলটি অংশ নিবে। উদ্বোধনী খেলায় জেলার ৮টি দল অংশ গ্রহস করে। চিরিরবন্দর ফুটবল একাদশ দলকে দাউদপুর ফুটবল একাদশ নবাবগঞ্জ দল ১-০ গোলে পরাজিত করে।