জেলার গৌরনদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহম্মেদ জয়কে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, আমার ছেলে যুবলীগ নেতা জামিল আহম্মেদ জয়কে টরকী বন্দর হাইস্কুল রোড এলাকায় বসে যুবদল কর্মী রিন্টু মিয়ার নেতৃত্বে তার ১০/১২ জন সহযোগিরা হাতুড়ি পেটা করে গুরুত্বর আহত করেছে। আহত জয়কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে যুবদল কর্মী রিন্টু মিয়া বলেন, হামলার ঘটনার সাথে আমি জড়িত নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।